বাংলাদেশের জন্য টপ লেভেল ডোমেইন ACCU Web Domain & Hosting
বাংলাদেশ থেকে যারা নিজস্ব কোম্পানী বা অর্গানাইজেশনের জন্য ওয়েবসাইট ও হোস্টিং চান তাদের জন্য ACCU Web Hosting একটি ভালোমানের সাইট। এখান থেকে আপনি কম দামে ডোমেইন এবং হোস্টিং পাবেন না একথা সত্যি তবে যা পাবেন তা হলো টেকসই গ্যারান্টি। আমরা অনেক টাকা খরচ করে ডোমেইন কিনে তারপর দেশীয় কোন হোস্টিং সার্ভিস প্রোভাইডারের কাছে থেকে কম দামে হোস্টিং নিয়ে থাকি। কিন্তু বোঝার চেষ্টা করিনা এতে আপনার কতটা ক্ষতি হতে পারে। আসুন সেসব নিয়ে একটু আলোচনা করি।
বাংলাদেশী যেসব কোম্পানী হোস্টিং সার্ভিস সেবা প্রদান করে থাকে এদের বেশীরভাগই কয়েকজন বন্ধু বা পার্টনার মিলে নিজে বাড়িতে বা একটা ছোট দোকান ঘর ভাড়া নিয়ে তাতে কয়েকটা সার্ভার পিসি বসিয়ে ব্যাবসা শুরু করে দেন। কিন্তু ভালো সিকিউরিটির অভাবে তাদেরই কোন কোন ব্যাবসায়িক প্রতিযোগী কিংবা বন্ধুদের মাধ্যমেই আবার সেই সার্ভার প্রায়ই হ্যাক হয়। আপনার সাইট এর ডেইলী ব্যাকাপ না থাকলে আপনি পড়ে যাবেন ব্যাপক বিপদে।
পরের সমস্যাটা আমরা প্রায়ই ফেস করি আমাদের দেশীয় কোন অফিস বা কোম্পানীর সাইটে প্রবেশ করার সময় আর সেটা হল The page can't be displayed.
এর প্রধান কারনই হলো সার্ভারের ব্যান্ডউইথ কম। যেই দেশের ইন্টারনেটের ব্যান্ডউইথের সমস্যা সেই দেশের সার্ভারের আর কি ব্যান্ডউইথ পাবেন? ফলে দেশের বাহিরে ও ভেতরে থেকে আপনার সাইট ভিজিটরদের পোহাতে হয় খুব ঝামেলা। ssc বা hsc রেজাল্ট দেখার সময় আমরা এই সমস্যা প্রায়ই ফেস করি।
আবার কখনও কখনও দেখি যে System Down দেখাচ্ছে।
এইরকম আরো গোটা কয়েক সমস্যা পাবেন শুধু আমাদের দেশী না বাহিরের সস্তা সার্ভার থেকেও। তবে আমি যে সাইটটি আপনাদের সাজেষ্ট করব তা এই সমস্যার বাহির। কেননা, তাদের সিকিউরিটি সিস্টেম, সার্ভার রিকভারী, আর ম্যান পাওয়ার খুবই ভালো। ফলে ভয় নেই সাইটের কোন ক্ষতি হবার।
আপনি চাইলে প্রথম ১ বছর ব্যাবহার করে দেখতে পারেন। যদি খারাপ লাগে তাহলে পরের বছর আর হোস্টিং রিনিউ না করে ডোমেইনে নতুন সার্ভার নেম যুক্ত করে দিলেই হবে। এতে কোন ক্ষতি হবে না। এবং এমনটাই বলা আছে এই সাইটের T&C তে।
তাহলে এবার ব্যাবহার করেই দেখুনঃ ACCU Web Hosting
লিখাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কিছু জানার বা জানাবার থাকলে অবশ্য এখানে বা আমাদের ফেসবুক পেজে জানাবেন।
বাংলাদেশী যেসব কোম্পানী হোস্টিং সার্ভিস সেবা প্রদান করে থাকে এদের বেশীরভাগই কয়েকজন বন্ধু বা পার্টনার মিলে নিজে বাড়িতে বা একটা ছোট দোকান ঘর ভাড়া নিয়ে তাতে কয়েকটা সার্ভার পিসি বসিয়ে ব্যাবসা শুরু করে দেন। কিন্তু ভালো সিকিউরিটির অভাবে তাদেরই কোন কোন ব্যাবসায়িক প্রতিযোগী কিংবা বন্ধুদের মাধ্যমেই আবার সেই সার্ভার প্রায়ই হ্যাক হয়। আপনার সাইট এর ডেইলী ব্যাকাপ না থাকলে আপনি পড়ে যাবেন ব্যাপক বিপদে।
পরের সমস্যাটা আমরা প্রায়ই ফেস করি আমাদের দেশীয় কোন অফিস বা কোম্পানীর সাইটে প্রবেশ করার সময় আর সেটা হল The page can't be displayed.
এর প্রধান কারনই হলো সার্ভারের ব্যান্ডউইথ কম। যেই দেশের ইন্টারনেটের ব্যান্ডউইথের সমস্যা সেই দেশের সার্ভারের আর কি ব্যান্ডউইথ পাবেন? ফলে দেশের বাহিরে ও ভেতরে থেকে আপনার সাইট ভিজিটরদের পোহাতে হয় খুব ঝামেলা। ssc বা hsc রেজাল্ট দেখার সময় আমরা এই সমস্যা প্রায়ই ফেস করি।
আবার কখনও কখনও দেখি যে System Down দেখাচ্ছে।
এইরকম আরো গোটা কয়েক সমস্যা পাবেন শুধু আমাদের দেশী না বাহিরের সস্তা সার্ভার থেকেও। তবে আমি যে সাইটটি আপনাদের সাজেষ্ট করব তা এই সমস্যার বাহির। কেননা, তাদের সিকিউরিটি সিস্টেম, সার্ভার রিকভারী, আর ম্যান পাওয়ার খুবই ভালো। ফলে ভয় নেই সাইটের কোন ক্ষতি হবার।
আপনি চাইলে প্রথম ১ বছর ব্যাবহার করে দেখতে পারেন। যদি খারাপ লাগে তাহলে পরের বছর আর হোস্টিং রিনিউ না করে ডোমেইনে নতুন সার্ভার নেম যুক্ত করে দিলেই হবে। এতে কোন ক্ষতি হবে না। এবং এমনটাই বলা আছে এই সাইটের T&C তে।
তাহলে এবার ব্যাবহার করেই দেখুনঃ ACCU Web Hosting
লিখাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং কিছু জানার বা জানাবার থাকলে অবশ্য এখানে বা আমাদের ফেসবুক পেজে জানাবেন।
Comments
Post a Comment