ইন্সটল করার পরে উইন্ডোজ ৭ Active না হলে কি করবেন?

প্রায় সময়ই দেখা যায় উইন্ডোজ দেবার পরেও Windows is not active দেখায়। এবং তা Trial for 30 days হয়ে থাকে। ৩০ দিন পরে উইন্ডোজ আর কাজ করা না।

আমরা যেসব উইন্ডোজ ৭ সিডি বাজার থেকে কিনে ব্যাবহার করা থাকি সেগুলো আসল নয়। আসল সিডি থেকে কপি করে সিডি তৈরী করা হয়। সিডির ভেতরেই একটি crack file দেওয়া থাকে। এই
ফাইলটি উইন্ডোজ দেওয়ার সময় auto run করে উইন্ডোজ active করে। কিন্তু অনেক সময় এই ফাইলটি অটো রান করতে পারেনা বলে উন্ডোজ active হয় না।

উইন্ডোজ দেওয়ার পরে যদি windows activate না হয়ে থাকে আপনাকে manually ক্রাক ফাইল রান করাতে হবে।

                 উইন্ডোজ ৭ সিডি থেকে রান করা              

  1. উইন্ডোজ সিডি সিডিরুমে প্রবেশ করান।
  2. My Computer ওপেন করে সিডিটি ওপেন করুন। 
  3. crack ফোল্ডারটি খুজে বের করুন। ফোল্ডার open করে দেখুন windows activator নামে একটি ফাইল আছে। ফাইলটি ডাবল ক্লিক করে open করুন।  
  4. Run করার পরে  install অপশন এলে তাতে ক্লিক করুন। 
ব্যাস আর কিছু করতে হবে না। একটু পরে computer restart অপশন আসবে। সেটাতে ক্লিক করে কম্পিউটারটি restart করে নিন। এবার My computer এর properties এ দেখুন, windows is activated এবং পাশেই genuine দেখাবে। 

 যদি কারো কাছে সিডি না থাকে তাহলে এই লিংক থেকে download করে নিন। তারপরে ২,৩,৪ এই ধাপ গুলো অনুসরন করুন। তাহলেই পেয়ে যাবেন Genuine Windows. 



              কোন জিজ্ঞাসা থাকলে কমেন্টে, ফেসবুক পেজ বা মেইলে জানান।        

Comments