ClixSense থেকে বিজ্ঞাপন দেখে কি করে আয় করা যায়?
PTC অর্থাৎ Paid To Click. এই নিয়মে প্রতিটি ক্লিকের উপরে আপনি কিছু অংশ করে অর্থ পাবেন। এই পদ্ধতি নিয়ে বিশ্বে অসংখ্য সাইট কাজ করছে। এদের মাঝে top 3 তে আছে Clixsense. ClixSense এ প্রায় সাত লক্ষের উপর মেম্বার আছে। ClixSense এর যাত্রা শুরু হয়েছিলো ২০০৭ থেকে।
ClixSense কিভাবে আয় করে ?
ClixSense এ বিজ্ঞাপন দাতারা বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপনদাতাদের সাথে শর্ত থাকে ক্লিক এর উপর। উদাহরনঃ তাদের বিজ্ঞাপনে ১০০ ক্লিক বা ভিউ করলে বিজ্ঞাপনদাতারা ClixSense কে দিবে $5 । ClixSense এ যারা এই বিজ্ঞাপনে ক্লিক বা ভিউ করবে তাদেরকে ClixSense দিবে প্রতি ক্লিকের জন্য $0.01 .
ClixSense এ বেশী আয়ের উপায় ?
ClixSense এ বিজ্ঞাপনে ক্লিক করে ছাড়াও ClixOffersPersona.lyTrialPayRadiumOneMatomySuperRewardsTokenAdsOfferToroAdscendAdGateKiwiWall
এইসব সাইট বা ClixSense partner বেশকিছু offer দিয়ে থাকে যেমন কিছু সাইটে সার্ভে করা, মোবাইলে app install, ভিডিও দেখা ইত্যাদি। এইসব অফার ব্যাবহার করে আরো কিছু পয়েন্ট পাওয়া যায়। যা থেকে এক্সট্রা আয় করা সম্ভব। এছাড়াও কিছু অনলাইন গেম আছে এখানে। যা খেলেও আপনি আয় করতে পারবেন। আপনার বন্ধুকে রেফার করে আয়ের অংশ আরো বাড়ানো যায়। আপনি যাকে রেফার করবেন সে প্রতি বিজ্ঞাপনে থেকে যা আয় করবে আপনিও তার কিছু অংশ পাবে। আপনি যত রেফার বাড়াতে পারবেন আপনার আয় তত বাড়তে থাকবে। ধরুন, আপনি একটা বিজ্ঞাপন থেকে আয় করছেন ১০ টাকা। আপনার বন্ধুকে আপনি রেফার করলে আপনার বন্ধু যদি প্রতি বিজ্ঞাপনের জন্য ১০ টাকা আয় করে তাহলে আপনাকেও ৫টাকা দেওয়া হবে। আপনি ১০ জন বন্ধুকে রেফার করলে আপনি পাবেন ১০*৫=৫০ টাকা। এছাড়াও আপনার বন্ধু যদি আবার আরো একজনকে রেফার করে তাহলে তার বন্ধু পাবে ১০টাকা, আপনার বন্ধু পাবে ৫ টাকা আর আপনি পাবেন ২.৫০ টাকা। আপনার ১০ জন বন্ধু যদি ১০ জনকে রেফার করে তাহলে আপনি ৫০ টাকার সাথে আরো পাচ্ছেন ১০*২.৫= ২৫ টাকা। সাথে তো আপনার নিজের আয় থাকছেই।
এজন্য সর্বদায় চেষ্টা করতে হবে রেফারেল বাড়ানোর। নয়তো আপনি একা একা আয় করতে করতে নিরাশ হয়ে যাবেন। কেননা ClixSense প্রতিটি বিজ্ঞাপন বাবদ সাধারণত ০.০১ থেকে .০.০৫ ডলার আপনাকে দিয়ে থাকে। তাই দ্রুত আয় করতে এবং অধিক পরিমাণে আয় করতে চাইলে অবশ্যই রেফারেল বাড়াতে হবে। রেফারেল নিয়ে আগামীতে আরো বিস্তারিত করে লিখা হবে।
ClixSense এ কাজ করার পদ্ধতি
- প্রথমে আপনাকে এখানে login করতে হবে।
- এরপরে নীচের ঘরগুলো পুরণ করতে হবেঃ
- এবার সাইন আপ বাটনে ক্লিক করুন। একটি confirmation মেইল যাবে আপনার মেইলে। মেইল খুলে confirmation লিঙ্কটিতে ক্লিক করে মেইল কনফার্ম করুন। ব্যাস হয়ে গেলো আপনার account.
- মনে রাখবেন, একই কম্পিউটার দিয়ে একাধিক এক্যাউন্ট খুলবেন না। যদি খোলেন তাহলে আপনার এক্যাউন্ট বন্ধ করে দিবে।
- View ad থেকে বিজ্ঞাপন দেখুন। বিজ্ঞাপন ট্যাব খোলার পরে আপনাকে ৫ সেকেন্ড সেখানেই থাকতে হবে। নয়তো বিজ্ঞাপন invalid হয়ে যাবে।
- বিজ্ঞাপন ট্যাব খোলার পরে সেখানে উপরের দিকে বামে বেশ কয়েকটি প্রাণীর ছবি আসবে। সব সময় বিড়ালের ছবিতে ক্লিক করলে তবেই বিজ্ঞাপন টাইম গণনা করা শুরু হবে।
- বিজ্ঞাপন দেখা শেষ হলে আপনাকে সবুজ টিক চিহ্ন দেখাবে। তখন বুঝবেন যে আপনার বিজ্ঞাপন দেখা শেষ হয়েছে এবং তা আপনার এক্যাউন্টে অর্থ জমা করে দিয়েছে। এবার সেই ট্যাব বন্ধ করে আবার নতুন বিজ্ঞাপন এ ক্লিক করুন। এভাবে সব বিজ্ঞাপন শেষ হলে আপাতত কাজ শেষ। কয়েক ঘন্টা পরে নতুন বিজ্ঞাপন আসবে।
- এবার রেফারেল শেয়ার করুন। রেফারেল লিঙ্ক কই পাবেন তা ছবিতে দেখুনঃ
- এখান থেকে red color এর লিঙ্ক টা কপি করে আপনার বন্ধুকে শেয়ার করুন। এবং তাকে বুঝিয়ে দিন কি করে আয় করা সম্ভব।
ClixSense এ কেন কাজ করবেন?
- বাংলাদেশে আমরা যারা ইন্টারনেট ব্যাবহার করি তারা ফেসবুকিং বা অন্যান্য অনেক কাজ করে সময় পার করে ফেলি। যেগুলো খুব একটা না করলেও সমস্যা হয় না। এই নষ্ট সময় থেকে এই সাইটে বিজ্ঞাপন দেখে ভালো অর্থ আয় সম্ভব। ধরুন আপনি ১০ টি বিজ্ঞাপন দেখার জন্য ৫ সেকেন্ড করে মোট ৫০ সেকেন্ট ব্যায় করলেন যা ১ মিনিটেও খুব কম সময়। এই ৫০ সেকেন্ডে আপনি আয় করতে পারবেন প্রতি বিজ্ঞাপনের জন্য .০১ ডলার করে মোট ১০*.০১= .১০০ ডলার। যা এককালীন বেশ মোটা অংশে দাঁড়ায়।
- বাংলাদেশ থেকে Payoneer এ লেনদেন সব থেকে সহজ। Payza, Paytoo, Tangoo, এসব থেকে লেনদেন বেশ কঠিন। আর PTC সাইটগুলোর মাঝে একমাত্র ClixSense সাইট Payoneer এর এক্যাউন্ট সাপোর্ট করে। আপনি খুব সহজেই টাকা উত্তোলন করতে পারবেন।
Comments
Post a Comment